The heat of the sun is slowly receding,
May flowers bloom with a wide love of green.
The humble appeal of thousands of love matching small petals.
Come with open hair,
I give you that emotional flower,
which blooms once a year.
In the midst of the holy day, in the unbearable heat of the year,
With the combination of healthy skin,
This May flower with a dim feeling in the eyelids.
A few drops of sweat are dripping down your chin,
the play of the last afternoon sun begins across your chin – I walk on the eyelids,
I see a new May flower blossoming there.
সূর্যের তাপ ধীরে ধীরে কমে আসছে,
সবুজের বিস্তৃত ভালবাসা নিয়ে মে ফুল ফুটে উঠেছে।
ছোট ছোট পাপড়ি মেলে হাজারো প্রেমের বিনম্র আবেদন।
খোলা চুলে এসো গুজে দিই সেই আবেগি ফুল, যে ফুটে বছরে একবার।
পবিত্র দিনের মাঝে আজ বছরের অসহ্য গরমে,
সুস্থ ত্বকের সমন্বয়ে চোখের পাতায় এক হ্রাস ঠান্ডা অনুভূতির এই সেই মে ফুল।
তোমার চিবুক বেয়ে ঘামের কয়েক বিন্দু কনা ঝড়ে পড়ছে,
শেষ বিকেলের রৌদ্রের খেলা শুরু ঐ চিবুক জুড়ে-
আবেগি চোখের পাতায় হাড়িয়ে যাই,
দেখি নুতন করে মে ফুল ফুটেছে সেথায়।
RAN © mdrazib -04/2022
Like this:
Like Loading...